খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা কার্যক্রম রোববার (২৫ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির অবনতি এবং ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম সোমবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।
রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বাংলানিউজকে এসব তথ্য জানান।