• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পরীমণি-শরিফুল রাজের প্রথম ঈদ কক্সবাজারে

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজ দম্পতির প্রথম ঈদ এটি। পরিকল্পনামতো বিয়ের পর প্রথম ঈদ কক্সবাজারেই করলেন তারা।

ঈদকে ঘিরে ভিন্ন পরিকল্পনা ছিল দু’জনেরই। পরীমণির ইচ্ছা ছিল কক্সবাজারে প্রথম ঈদ করবেন। জীবনসঙ্গীর আশা পূরণ করেছেন রাজ। ঈদের আগের দিনই সমুদ্র সৈকতে চলে এসেছেন এই জুটি। উঠেছেন সমুদ্রশহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে।

পরী তার অফিসিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন। নানা শামসুল হক ও স্বামী রাজের আরো একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’।

ছবি দেখে বোঝা যাচ্ছে, জমিয়ে ঈদের আনন্দ করছেন দু’জনে। বিবাহিত জীবনের প্রথম ঈদটা আমোদেই কাটছে পরীর।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031