• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

বিয়ে করলেন এ আর রহমানের সেই মেয়ে

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

বিয়ে করেছেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত তারকা এ আর রহমানের (আল্লাহ রাখা রহমান) মেয়ে খাতিজা রহমান। প্রেমিক রিয়াসদিন শেখ মোহাম্মদের সাধে ঘর বেঁধেছেন তিনি। রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এ আর রহমান।

গত জানুয়ারি মাসে রিয়াসদিনের সাথে আংটি বদল হয় খাতিজার। তখন প্রেমিকের সাথে তোলা কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দেন গায়িকা। এবার সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সেরে নিলেন তারা।

এ আর রহমানের শেয়ার করা ছবিতে দেখা যায়, বিয়ের সাজে সোফায় বসে আছেন বর-কনে। পেছনে রহমান, তার বড় মেয়ে রহিমা, স্ত্রী সায়রা বানু ও ছেলে আমিন। পাশে রয়েছে রহমানের মৃত মায়ের একটি ছবি।

ছবির ক্যাপশনে এ আর রহমান লিখলেন, ‘সর্বশক্তিমান যেন এই দম্পতিকে আশীর্বাদে রাখেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা।’


এই বিভাগের সব খবর
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031