• শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

তোপের মুখে সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আন্দোলনকারীদের তোপের মুখে সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা পদত্যাগ করেছেন।  

রোববার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা কলেজ ক্যাম্পাসে গিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে স্কুল ও কলেজের ছাদে অবস্থান নেয়। এ সময় হ্যান্ড মাইকে অধ্যক্ষকে অপসারণের দাবি জানান তারা।

উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক স্কুল কলেজের শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করেন। এসময় সাদা কাগজে লেখা পদত্যাগ পত্রে অধ্যক্ষ হুসনে আরা সই করেন।  

সরেজমিন দেখা গেছে, একদম শিক্ষার্থীদের ছাদে উঠে পতাকা উড়াচ্ছেন। আরেকদল কলেজ আঙিনায় এবং বেশ কিছু শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করে।  

জানা গেছে, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের একটি ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক। বিগত দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম থাকলেও নানা কারণে তা এখন তলানিতে পৌঁছে গেছে অভিযোগ অভিভাবক ও সচেতন মহলের।  

২০১১ সালে বেগম সুলতানা রুহিকে সরিয়ে  হোসনে আরাকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন প্রাক্তন জেলা প্রশাসক। দায়িত্ব পেয়েই ক্রমশ; শিক্ষকদের সঙ্গে রূঢ় আচরণ, নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষা ব্যবস্থা উন্নতিকরণের চেয়ে বিকেন্দ্রীকরণ হয়েছে বেশি এমন অভিযোগ শিক্ষকদেরও।  

যে কারণে আগের তুলনায় শিক্ষার মানের দিকে প্রতিষ্ঠানটি পিছিয়ে যাওয়ায় অভিভাবক মহলেও ক্ষোভ বিরাজ করছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষিক-শিক্ষিকাও অধ্যক্ষের অনিয়মের বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন।  

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনেন পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানদের পরিবর্তনের স্রোতে এবার সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের চেয়ারে পদত্যগের ধাক্কা লাগলো।  


এই বিভাগের সব খবর
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930